scorecardresearch
 
Advertisement
কলকাতা

Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা

Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা
  • 1/8

পথ কুকুর আর শহরের আঞ্চলিক পরিবেশের সুরক্ষায় উদ্যোগী হল কলকাতা পুরসভা। শহরের প্রায় ৮৪ হাজার পথ কুকুরের সুরক্ষায় টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে পথে নামছে কলকাতা পুরসভা।

Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা
  • 2/8

টিকাকরণের পাশাপাশি পথ কুকুরের নির্বীজকরণেরও লক্ষ্যমাত্রাও এ বছর বেশ কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে কলকাতা পুরসভা।

Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা
  • 3/8

প্রতি বছর এমনিতেই গড়ে প্রায় দু-আড়াই হাজার পথ কুকুরের নির্বীজকরণ করা হয় শহরে। এ বছর প্রায় ৪২ হাজার পথ কুকুরের নির্বীজকরণের লক্ষ্যমাত্রা স্থির করেছে পুরসভা।

Advertisement
Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা
  • 4/8

গতকাল স্টার থিয়েটারে একটি অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা করা হয়। লক্ষ্যমাত্রা পূরণে তারাতলার ভাটচালায় নতুন ডগ পাউন্ড তৈরির পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার। সেখানে পথ কুকুরের ট্রমা কেয়ার সেন্টার এবং নির্বীজকরণের ব্যবস্থা থাকবে। 

Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা
  • 5/8

এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, অনেক মানুষ কুকুর ভালোবাসেন। তাঁদের আবেগকে সম্মান দিতে হবে। কুকুরদের ডগ পাউন্ডে নিয়ে যাওয়া ও ফেরত আনার দায়িত্ব এলাকার জন প্রতিনিধিদেরই নিতে হবে।

Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা
  • 6/8

কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, শহরে প্রায় ৮৪ হাজার পথ কুকুর রয়েছে। এদের সবারই টিকাকরণের লক্ষমাত্রা ধার্য করা হয়েছে। এর পাশাপাশি ৮৪ হাজার পথ কুকুরের মধ্যে ৪২ হাজারের নির্বীজকরণের লক্ষ্যমাত্রা স্থির করেছে পুরসভা।

Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা
  • 7/8

কুকুরের কামড় থেকে জলাতঙ্ক হতে পারে। জলাতঙ্ক হলে আক্রান্তের মৃত্যু অবধারিত। এই জন্য এ বার শহরের প্রতিটি ওয়ার্ডে পথ কুকুরের টিকাকরণে বিশেষ শিবির করা হবে।

Advertisement
Stray Dog Vaccination: কলকাতার ৮৪ হাজার পথ কুকুরের টিকাকরণ শুরু করছে পুরসভা
  • 8/8

পুরুষ কুকুরগুলির নির্বীজকরণ করে তাদের দিন দশের রেখে ফের পুরনো এলাকায় ফিরিয়ে দেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

Advertisement