scorecardresearch
 
Advertisement
কলকাতা

Rain South Bengal : কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?
  • 1/8

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে কলকাতায় বৃষ্টি। বুধবার দুপুর নাগাদ বৃষ্টি নামে কলকাতার নানা এলাকায়। মুষলধারে বৃষ্টি হয়। ঝোড়ো হাওয়াও বইতে শুরু করে।

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?
  • 2/8


আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। সেই পূর্বাভাস সত্যি হল। 

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?
  • 3/8

এই বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় কমে যায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে স্বস্তি পেল কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বৃষ্টি ফের আসতে পারে। 

Advertisement
কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?
  • 4/8


দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। আর সেই বৃষ্টি চলতে পারে টানা রবিবার পর্যন্ত। 

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?
  • 5/8

ইতিমধ্যেই আগামী কয়েক ঘণ্টার জন্য দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?
  • 6/8

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা যেমন, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?
  • 7/8

দক্ষিণবঙ্গের এই জেলাগুলির পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

Advertisement
কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে জারি সতর্কতা; কদিন চলবে বর্ষণ?
  • 8/8

উত্তরবঙ্গে এমনিতেই ব্য়াপক বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টিতে কাঁপছে উত্তরের একাধিক জেলা৷ কালিম্পং, দার্জিলিং ও দুই দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা জারি হয়েছে। 

Advertisement