Advertisement
রাজ্য

West Bengal Monsoon Rain Forecast: আগামী ৩ দিনে ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষার বড় আপডেট

  • 1/8

অবশেষে পশ্চিমবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। তবে এখনও গরমের অস্বস্তি রয়ে গিয়েছে। কবে ঝেঁপে বৃষ্টি নামবে, কবেই বা গরমের অস্বস্তি থেকে পুরোপুরি মুক্তি মিলবে? আগামী দিনে কোন কোন জেলায় বৃষ্টি হবে, তার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।

  • 2/8

আবহাওয়া দফতর জানিয়েছে,পশ্চিমবঙ্গের যে যে অংশে বর্ষা ঢুকতে বাকি ছিল, সেখানেও বর্ষা প্রবেশ করেছে। ২৩ জুন পুরো পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল।

  • 3/8

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে শনিবার ও রবিবার এ রাজ্যের উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

Advertisement
  • 4/8

ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ২৪ ঘন্টায়। এর প্রভাবে উপকুলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা।

  • 5/8

হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে আগামী ৭২ ঘণ্টায়। 
 

  • 6/8

দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। আরও প্রায় ২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কমতে পারে। 

  • 7/8

উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। 

Advertisement
  • 8/8

দার্জিলিং ও কালিম্পঙের দুটি বা একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে যেমন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। 

Advertisement