গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। এরই মাঝে শহর কলকাতায় উঠল ঝড়। আজ ও আগামিকাল প্রবল ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
বিকেল বা সন্ধ্যের দিকে হতে পারে ঝড় বৃষ্টি। কোথাও কোথাও কালবৈশাখী এবং শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। কোথাও কোথাও বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া।
এরপর বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে। শুক্র-শনিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গল এবং বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ওপরের পাঁচ জেলার সঙ্গে নিচের তিন জেলা মালদা ও দুই দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।