scorecardresearch
 
Advertisement
কলকাতা

Kolkata Rain Forecast : কলকাতায় প্রবল ঝড়, মঙ্গল ও বুধ রাজ্যজুড়ে টানা বৃষ্টি; পূর্বাভাস

প্রতীকী ছবি
  • 1/8

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। এরই মাঝে শহর কলকাতায় উঠল ঝড়। আজ ও আগামিকাল প্রবল ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

প্রতীকী ছবি
  • 2/8

বিকেল বা সন্ধ্যের দিকে হতে পারে ঝড় বৃষ্টি। কোথাও কোথাও কালবৈশাখী এবং শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। 

প্রতীকী ছবি
  • 3/8

উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। কোথাও কোথাও বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

এরপর বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে। শুক্র-শনিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 5/8

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গল এবং বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ওপরের পাঁচ জেলার সঙ্গে নিচের তিন জেলা মালদা ও দুই দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 6/8

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। 

প্রতীকী ছবি
  • 7/8

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে লাগাতার তিন দিন রাজ্যের সর্বত্র তাপমাত্রা কমবে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

হাওয়া অফিস আরও বলছে, আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তরপশ্চিম ভারতে। একইসঙ্গে হবে বর্ষার অগ্রগতিও। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র ঢুকে পড়বে। 

Advertisement