scorecardresearch
 
Advertisement
রাজ্য

Bengal Weather News Today : আজও রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, বর্ষা ঢুকছে কবে?

প্রতীকী ছবি
  • 1/7

গতকালের পর আজও দক্ষিণবঙ্গে (South Bengal) প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের আকশা আংশিক মেঘলা থাকবে। হতে পারে বৃষ্টিও। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

প্রতীকী ছবি
  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, বিকেল বা সন্ধ্যের দিকে হতে পারে ঝড় বৃষ্টি। কোথাও কোথাও কালবৈশাখী এবং শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। 

প্রতীকী ছবি
  • 3/7

পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে (North Bengal) ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও। কোথাও কোথাও বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

এরপর বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে। শুক্র-শনিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 5/7

ওপরের পাঁচ জেলার সঙ্গে নিচের তিন জেলা মালদা ও দুই দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারমধ্যেও আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 6/7

বৃহস্পতিবার কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। 

প্রতীকী ছবি
  • 7/7

হাওয়া অফিস আরও জানাচ্ছে, আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। একইসঙ্গে হবে বর্ষার অগ্রগতিও। ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র ঢুকে পড়বে। যদিও রাজ্যে করে বর্ষার প্রবেশ সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।  

 

আরও পড়ুন - ক্যান্সারকে রুখে দেয় এই ৪ খাবার, আপনার ডায়েটে আছে?

Advertisement