Advertisement
কলকাতা

Left Brigade Kolkata: কেমন হল CPIM-এর 'প্রতিরোধের ব্রিগেড'? দেখুন ছবিতে

  • 1/16

বামেদের ব্রিগেড থেকে কেন্দ্র ও রাজ্য়ের বিরুদ্ধে আক্রমণ বক্তাদের। এদিকে ব্রিগেডে সমাবেশে লোক হয়েছিল ভালই। শ্রমজীবী, কৃষক, ক্ষেতমজুর, ছাত্রদের পক্ষে ২৬- বদলের ডাক দিলেন মহম্মদ সেলিম, অনাদি সাহুরা। এদিন থেকেই পরিবর্তনের শুরু করার ডাক দিয়ে পরিশ্রম করতে নির্দেশ দিলেন দলীয় কর্মীদের। বামেদের ব্রিগেড সমাবেশের মূল নির্যাস কি জানুন?
 

  • 2/16

দুর্নীতির বিরুদ্ধে তোপ: নিয়োগ দুর্নীতিতে ক্ষুব্ধ জনতা, সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের মুখে চপেটাঘাত—২৬ হাজার চাকরি বাতিল।
 

  • 3/16

বেকারত্বে জর্জরিত যুবসমাজ: যুবকরা পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে, কর্মসংস্থানের কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।
 

Advertisement
  • 4/16

১০০ দিনের কাজ বন্ধ: কেন্দ্র ও রাজ্য দু'পক্ষের দায়, দাবি উঠছে ২০০ দিনের আইনি গ্যারান্টির।
 

  • 5/16

চাষিদের দুর্দশা: সারের দাম, ফসলের দাম—কিছুতেই রক্ষা পাচ্ছেন না কৃষকরা।
 

  • 6/16

বস্তিবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত: নিরাপদ বসবাসের অধিকার, পাট্টা ও পরিকাঠামো উন্নয়নের দাবি।
 

  • 7/16

ধর্মীয় বিভেদের বিরুদ্ধে বার্তা: হিন্দু-মুসলিম ঐক্যের ডাক, সম্প্রীতির শপথ।
 

Advertisement
  • 8/16

সাম্প্রদায়িক হিংসার তদন্ত দাবি: মুর্শিদাবাদ সহ একাধিক ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি।
 

  • 9/16

ভোট বনাম রুটিরুজি: ভোটবাক্সে প্রতিফলন না হলেও আন্দোলনের শক্তিতে ব্রিগেড জনসমুদ্র।
 

  • 10/16

মহিলাদের নিরাপত্তা ও সম্মান: ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক।
 

  • 11/16

চপ, ট্রাম, ট্রেন বিক্রি!: শিক্ষা, পরিবহন, ঐতিহ্যের বেসরকারিকরণে প্রতিবাদ।
 

Advertisement
  • 12/16

দুঃসহ দ্রব্যমূল্য বৃদ্ধি: চাল, ডাল, তেল—সবকিছুর দাম লাফিয়ে বাড়ছে।
 

  • 13/16

স্বাস্থ্যসাথী নয়, স্বজনপোষণ!: প্রকল্পের বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।
 

  • 14/16

বিদ্যুৎ সহ অন্যান্য পরিষেবা বিনামূল্যে চাওয়া: অন্যান্য রাজ্যে সম্ভব হলে বাংলায় হবে না কেন?
 

  • 15/16

ভবিষ্যতের জন্য লড়াই: প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য ও কাজের অধিকার প্রতিষ্ঠার শপথ।
 

Advertisement
  • 16/16

ত্রাণ নয়, সম্মান: জনজীবনের সংকটের মোকাবিলায় সরকারকে বাধ্য করতে রাস্তায় নামার ডাক।
 

Advertisement