Advertisement
স্পেশাল

Kalighat Skywalk: কালীঘাটের স্কাইওয়াক দেখেছেন? চোখ জুড়িয়ে যাবে, ভেতরের সব ছবি

  • 1/10

ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। 

  • 2/10

দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। 

  • 3/10

এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাতও দেওয়া হয়। 

Advertisement
  • 4/10

ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়ি। যদিও শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে ২০২১ সালের শেষদিক পর্যন্ত সময় লেগে যায়। 

  • 5/10

বর্তমানে হকার পুনর্বাসনের সমস্যা মিটে গিয়েছে। স্কাইওয়াকের কাজও সম্পূর্ণ। তা মুখ্যমন্ত্রীর সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতেই স্পষ্ট। এবার পালা উদ্বোধনের।
 

  • 6/10

কালীঘাট মন্দিরের মাথায় বসানো হয়েছে তিনটি সোনার চূড়া। 

  • 7/10

নিখাদ ২৪ ক‌্যারেট গোল্ড দিয়ে তৈরি তিন তিনটে সোনার চূড়া।

Advertisement
  • 8/10

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ৫০ কিলোগ্রাম সোনা ব‌্যবহার করা হয়েছে মন্দিরের চূড়োয়।

  • 9/10

সোনার ছোঁয়া লাগলেও আগের স্থাপত্যের বদল করা হয়নি।

  • 10/10

স্থানীয়রা মনে করছেন, স্কাইওয়াকটির ফলে কালীঘাটের ওই রাস্তায় যানজট কমবে। হাঁটাচলা করা যাবে ঠিকমতো এবং দুর্ঘটনাও কম হবে। 

Advertisement