scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS: মাত্র ৫ টাকায় ভাত-ডাল-তরকারি সহ ভরপেট খাবার 'মা' প্রকল্পে, মেনুতে থাকছে ডিমও, জানুন বিস্তারিত

মা প্রকল্প
  • 1/8

চালু হল রাজ্য সরকারে 'মা' প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৫ টাকায় ভাত, ডাল, সব্জি ও ১টি ডিম পাবেন সাধারণ মানুষ। (ছবি-ইন্দ্রজিৎ কুণ্ডু)

মা প্রকল্প
  • 2/8

সোমবার (Monday) ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। (ছবি-অনিল গিরি)

মা প্রকল্প
  • 3/8

প্রকল্পটি মায়েদের জন্য উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'দরিদ্র মানুষের কাছে যাকে খাবার পৌঁছায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।' (ছবি-কলকাতা পুরসভা ট্যুইটার)

Advertisement
মা প্রকল্প
  • 4/8

প্রথম দিন কলকাতা ও জেলা মিলিয়ে মোট ২৭টি জায়গায় দেওয়া হয় মা প্রকল্পের খাবার।

মা প্রকল্প
  • 5/8

যদিও রাজ্য সরকারের এই প্রকল্পকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বাংলার সাধারণ মানুষের হাতে অর্থ নেই। তাই জন্য এই ধরনের ক্যান্টিন চালাতে হচ্ছে। এর দ্বারা এটাই প্রমাণিত যে প্রশাসক হিসেবে দিদি সম্পূর্ণ ব্যর্থ।'

মা প্রকল্প
  • 6/8

মুখ্যমন্ত্রীকে বিঁধে দিলীপ আরও বলেন 'এর দ্বারা এটাই প্রমাণিত যে প্রশাসক হিসেবে দিদি সম্পূর্ণ ব্যর্থ। তিনি মানুষকে ভিখারিতে পরিণত করেছেন, আর সেই কারণেই মানুষকে সরকার পরিচালিত ক্যান্টিনে খাবারের জন্য যেতে হচ্ছে।'

মা প্রকল্প
  • 7/8

এদিকে পালটা বিজেপির সমালোচনা করেছেন তৃণমূল নেতা দেবাশিস কুমার।

Advertisement
মা প্রকল্প
  • 8/8

দেবাশিস বলেন, 'গরীব মানুষকে অন্ন, বস্ত্র ও বাসস্থান দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সমালোচনা করছে, কারণ তাদের কেন্দ্রীয় সরকার সমস্ত জনবিরোধী কাজ করছে।' 
 

Advertisement