চালু হল রাজ্য সরকারে 'মা' প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৫ টাকায় ভাত, ডাল, সব্জি ও ১টি ডিম পাবেন সাধারণ মানুষ। (ছবি-ইন্দ্রজিৎ কুণ্ডু)
সোমবার (Monday) ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। (ছবি-অনিল গিরি)
প্রকল্পটি মায়েদের জন্য উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'দরিদ্র মানুষের কাছে যাকে খাবার পৌঁছায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।' (ছবি-কলকাতা পুরসভা ট্যুইটার)
যদিও রাজ্য সরকারের এই প্রকল্পকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বাংলার সাধারণ মানুষের হাতে অর্থ নেই। তাই জন্য এই ধরনের ক্যান্টিন চালাতে হচ্ছে। এর দ্বারা এটাই প্রমাণিত যে প্রশাসক হিসেবে দিদি সম্পূর্ণ ব্যর্থ।'
মুখ্যমন্ত্রীকে বিঁধে দিলীপ আরও বলেন 'এর দ্বারা এটাই প্রমাণিত যে প্রশাসক হিসেবে দিদি সম্পূর্ণ ব্যর্থ। তিনি মানুষকে ভিখারিতে পরিণত করেছেন, আর সেই কারণেই মানুষকে সরকার পরিচালিত ক্যান্টিনে খাবারের জন্য যেতে হচ্ছে।'