মঙ্গলবার সরস্বতী পুজোর দিন শহর কলকতার তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, জানালো আলিপুর আবহাওয়া দফতর। (তপন কুমার নস্করের রিপোর্ট)
আর শুধু সরস্বতী পুজোতেই নয়, আগামী কয়েকদিন দিনের বেলায় শহরে গরম অনুভূত হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে রাতে ও ভোরের দিকে থাকবে শীতের আমেজ।
উপকূলবর্তী জেলা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে আগামী ৩ দিন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে রাজ্যের পশ্চিমের জেলা অর্থাৎ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।