scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS : দেখে নিন মমতার মন্ত্রিসভার সব সদস্যকে

মমতা
  • 1/44

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ, ভূমি এবং ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন।

সুব্রত
  • 2/44

সুব্রত মুখোপাধ্যায়কে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী করা হয়েছে।

অখিল
  • 3/44

অখিল গিরি মৎস্য দফতরের রাষ্ট্রমন্ত্রী। 

Advertisement
বিদ্যুৎ
  • 4/44

বিদ্যুৎ দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামানকে।

বিদ্যুৎ
  • 5/44

অরূপ বিশ্বাস বিদ্যুৎ, ক্রীড়া এবং যুব কল্যাণ।

সমবায়
  • 6/44

অরূপ রায় সমবায় দফতরের মন্ত্রী হয়েছেন।

সুন্দরবন
  • 7/44

বঙ্কিম হাজরাকে করা হয়েছে সুন্দরবন বিষয়ক মন্ত্রী।

Advertisement
বেচারাম
  • 8/44

বেচারাম মান্নাকে দেওয়া হয়েছে শ্রম দফতরের দায়িত্ব। তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

কৃষি বিপণন
  • 9/44

বিপ্লব মিত্রকে করা হয়েছে কৃষি বিপণনের মন্ত্রী।

বীরবাহা
  • 10/44

বীরবাহা হাঁসদা বন দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

বুলু
  • 11/44

বুলু চিক বরাইক অনুন্নত শ্রেণীকল্যাণ এবং উপজাতি উন্নয়নের দায়িত্বে। তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

Advertisement
চন্দ্রনাথ
  • 12/44

 চন্দ্রনাথ সিনহাকে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী করা হয়েছে।

চন্দ্রিমা
  • 13/44

চন্দ্রিমা ভট্টাচার্যকে দেওয়া হয়েছে পুর ও নগর উন্নয়ন দফতর। সেইসঙ্গে স্বাস্থ্য, ভূমি ও ভূমি রাজস্ব এবং উদ্বাস্তু ও পুনর্বাসন।

দিলীপ
  • 14/44

দিলীপ মন্ডল পেয়েছেন পরিবহণের ভার। তিনি রাষ্ট্রমন্ত্রী।

হুমায়ুন
  • 15/44

হুমায়ুন কবীরকে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের ভার দেওয়া হয়েছে। তাঁকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

Advertisement
ইন্দ্রনীল
  • 16/44

ইন্দ্রনীল সেন পেয়েছেন পর্যটন এবং তথ্য ও সংস্কৃতির স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী পদ।

জাভেদ
  • 17/44

জাভেদ খান বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতর দেওয়া হয়েছে।

জ্যোৎস্না
  • 18/44

জ্যোৎস্না মান্ডি খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

জ্যোতিপ্রিয়
  • 19/44

জ্যোতিপ্রিয় মল্লিক বন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস দফতরের মন্ত্রী হয়েছেন।

Advertisement
মানস
  • 20/44

মানস ভুঁইয়া পেয়েছেন জলসম্পদ এবং উন্নয়ন।

মলয়
  • 21/44

মলয় ঘটককে আইন, বিচার এবং পূর্ত দফতরের মন্ত্রী করা হয়েছে।

পরেশ
  • 22/44

পরেশ অধিকারী স্কুল শিক্ষা দেখবেন। তাঁকে ওই দফতরের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

পার্থ
  • 23/44

পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প এবং বাণিজ্যমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিষদীয় মন্ত্রীর দায়িত্বও তিনি সমালাবেন।

Advertisement
পুলক
  • 24/44

পুলক রায় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী হয়েছেন।

গোলাম
  • 25/44

গোলাম রব্বানি সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা সামলাবেন।

রথীন
  • 26/44

রথীন ঘোষকে করা হয়েছে খাদ্য এবং সরবরাহ মন্ত্রী। 

রত্না
  • 27/44

রত্না দে নাগকে দেওয়া হয়েছে পরিবেশ, বিজ্ঞান এবং প্রযুক্তি দফতর। তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

Advertisement
সাবিনা
  • 28/44

সাবিনা ইয়াসমিন সেচ এবং জলপথের দায়িত্ব সামলাবেন। সেইসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরও তিনি দেখবেন। তিনি রাষ্ট্রমন্ত্রী।

সাধন
  • 29/44

সাধন পান্ডেকে দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা এবং স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্ব।

ব্রাত্য
  • 30/44

রাজ্যের স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা মন্ত্রী হয়েছেন ব্রাত্য বসু।

সন্ধ্যারানি
  • 31/44

সন্ধ্যারানি টুডু পেয়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন এবং পরিষদীয় দফতরের দায়িত্ব। তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

Advertisement
শিউলি
  • 32/44

শিউলি সাহাকে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর দেওয়া হয়েছে। তিনি রাষ্ট্রমন্ত্রী।

সিদ্দিকুল্লা
  • 33/44

সিদ্দিকুল্লা চৌধুরিকে করা হয়েছে জনশিক্ষা প্রসার এবং পাঠাগার মন্ত্রী।

সৌমেন
  • 34/44

সৌমেন মহাপাত্রকে দেওয়া হয়েছে সেচ এবং জলপথ পরিবহণ।

শোভনদেব
  • 35/44

শোভনদেব চট্টোপাধ্যায় আনা হয়েছে কৃষি দফতরে।

Advertisement
বন্টন
  • 36/44

দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়য়। রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৩। আজ, সোমবার তাঁরা শপথ নিয়েছেন।

সুব্রত
  • 37/44

সুব্রত সাহা খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতর। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তিনি।

সুজিত
  • 38/44

সুজিত বসু দমকল এবং জরুরি পরিষেবা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

উজ্জ্বল
  • 39/44

উজ্জ্বল বিশ্বাস সংশোধনাগার মন্ত্রী হলেন।

Advertisement
ফিরহাদ
  • 40/44

ফিরহাদ হাকিমকে করা হয়েছে পরিবহণ এবং আবাসন মন্ত্রী।

স্বপন
  • 41/44

স্বপন দেবনাথ প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী হয়েছেন।

শশী
  • 42/44

শশী পাঁজা পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর।

শ্রীকান্ত
  • 43/44

শ্রীকান্ত মাহাতো দেখবেন ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্প এবং বস্ত্র দফতর। তিনি রাষ্ট্রমন্ত্রী।

Advertisement
মনোজ
  • 44/44

মনোজ তিওয়ারি ক্রীড়া ও যুব কল্যাণের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

Advertisement