উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে রয়েছে। প্যাঁচপেচে গরমে ঘামছে কলকাতা, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে বৃষ্টিও হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। কখনও কখনও রৌদ্রের দেখা মিলবে। আবার বৃষ্টিও হবে।
কখন বৃষ্টি হবে ? হাওয়া অফিসের তরফে এই নিয়ে নির্দিষ্টভাবে সময় বলে দেওয়া হয়নি। তবে জানানো হয়েছে, দিন ও রাতের যে কোনও সময় বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। তাপমাত্রার হেরফের হবে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।