scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather West Bengal : উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 1/11

এখন বর্ষা চলছে। তবে এর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিরাট বদল। দুই বঙ্গেই আবহাওয়ার এই বদল চোখে পড়বে। যার ফলে ভুগতে হবে সাধারণ মানুষকে। 

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 2/11

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বদল হবে।  বর্ষায় বৃষ্টি চলবে। 

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 3/11

উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement
 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 4/11

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলোর সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 5/11


শুধু তাই নয়, বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়।

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 6/11

তবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদা ও দুই দিনাজপুরে। উপরের পাঁচটি জেলা নিচের তিনটি জেলাতেও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 7/11

আবহাওয়ার বিরাট বদল আসছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ সব জেলাতে মূলত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

Advertisement
 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 8/11

তবে তাপমাত্রা যেহেতু দিনে অনেকটা বেড়ে গেছে সেই জন্য আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 9/11

খারাপ খবর হল, তাপমাত্রার আপাতত তেমন কোনও পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে।

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 10/11

আর এই অবস্থা চলবে আগামী ৪ থেকে ৫ দিন। ফলে গরমে যেমন অস্বস্তি থাকে তেমনই অস্বস্তি বজায় থাকবে। 

 উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আবহাওযার বিরাট বদল; পূর্বাভাস
  • 11/11

হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ও আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।

Advertisement