এখন বর্ষা চলছে। তবে এর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিরাট বদল। দুই বঙ্গেই আবহাওয়ার এই বদল চোখে পড়বে। যার ফলে ভুগতে হবে সাধারণ মানুষকে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বদল হবে। বর্ষায় বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলোর সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
তবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদা ও দুই দিনাজপুরে। উপরের পাঁচটি জেলা নিচের তিনটি জেলাতেও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার বিরাট বদল আসছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ সব জেলাতে মূলত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
খারাপ খবর হল, তাপমাত্রার আপাতত তেমন কোনও পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে।