Rain Alert: মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝারি থেকে হাল্কা বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বইছে হাওয়াও।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টিপাতের আভাস। বাকিজেলায় জোরে হাওয়া বইতে পারে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
সবথেকে সতর্কতা করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
ইতিমধ্যে দিঘা, শঙ্করপুর, মন্দারমনি-র মতো পর্যটনস্থলগুলিতে প্রত্যেককে সতর্ক করা হচ্ছে। সমুদ্রস্নানেও বিধিনিষেধ জারি হয়েছে।