scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

South Bengal Rain Forecast : একনাগাড়ে ৩ দিন বৃষ্টির সতর্কতা, ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি; পূর্বাভাস

প্রতীকী ছবি
  • 1/7

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে চিহ্নিত নিম্নচাপ (Low Pressure) আগামী ২৪ ঘন্টার মধ্যে ওড়িশা ও ছত্তিশগড় জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

প্রতীকী ছবি
  • 2/7

যার ফলে ৯ থেকে ১১ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। এক্ষেত্রে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। 

প্রতীকী ছবি
  • 3/7

সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

আরও পড়ুন১০০ টাকারও কম খরচে ঘুরে আসুন বাংলার বিখ্যাত এই শিব মন্দিরগুলি

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

বুধবার এই জেলাগুলির পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও হতে পারে ভারী বর্ষণ। এদিনও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। 

প্রতীকী ছবি
  • 5/7

তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই তিনদিন হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। 

প্রতীকী ছবি
  • 6/7

পাশাপাশি মৎস্যজীবীদের ১১ তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। 

প্রতীকী ছবি
  • 7/7

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতায় (Kolkata) আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে ২-১ পশলা বৃষ্টি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement