শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে চিহ্নিত নিম্নচাপ (Low Pressure) আগামী ২৪ ঘন্টার মধ্যে ওড়িশা ও ছত্তিশগড় জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
যার ফলে ৯ থেকে ১১ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। এক্ষেত্রে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে।
সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন - ১০০ টাকারও কম খরচে ঘুরে আসুন বাংলার বিখ্যাত এই শিব মন্দিরগুলি
বুধবার এই জেলাগুলির পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও হতে পারে ভারী বর্ষণ। এদিনও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে।
তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই তিনদিন হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।