আজ বুধবার রাত থেকে বৃষ্টি (West Bengal Rain) হবে রাজ্যের একাধিক জেলায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (West Bengal Weather)। বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সন্ধে থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি হবে মোট ছয়টি জেলায়। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৫ ও উত্তরবঙ্গের ১ টি জেলা। সেই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি হবে।
তবে হাওয়া অফিস এও জানিয়েছে ওই জেলাগুলিতে দফায় দফায় হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টি চলতে পারে আগামী ৪৮ ঘণ্টা। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন সমস্ত জায়গায় শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। দিনের এবং রাতের তাপমাত্রায় ২১ তারিখ পর্যন্ত তেমন কোনও পরিবর্তন দেখা দেবে না।
তবে ২২ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ ঠান্ডা কমতে থাকবে। বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে ২২ জানুয়ারির পর বাড়বে তাপমাত্রা। ফলে শীত আবারও কমবে, বাড়বে গরম ।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গেও কুয়াশা থাকবে।