Advertisement
পশ্চিমবঙ্গ

Saraswati Puja Weather Forecast: রবিবার থেকে ফের চড়বে পারদ, সরস্বতী পুজোয় শীত ফিরবে বাংলায়?

  • 1/10

বুধবার দিনভর মেঘলা ছিল  রাজ্যের আকাশ। ছিল বৃষ্টির পূর্বাভাসও।  আগামী ২৪ ঘণ্টাতেও দেখা যাবে একই ছবি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ফলে  উত্তর থেকে দক্ষিণবঙ্গ, এদিনও মেঘে ঢাকা থাকবে বাংলার আকাশ।
 

  • 2/10

বুধবার বৃষ্টির পূর্বাভাস ছিল রাজ্যের পাঁচ জেলায়। তালিকায় ছিল দুই বঙ্গের কিছু জেলাই। হাওয়া অফিস বলছে, আজ  সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় হালকা  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলবর্তী দুই  মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টির দাপট খুব একটা বেশি হবে না।
 

  • 3/10

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

Advertisement
  • 4/10

 আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের কোচবিহার, দুই দিনাজপুরে। তবে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা যেমন কমবে সেই সঙ্গে দিনের তাপমাত্রাও থাকবে নিম্নমুখী। আগামী কয়েকদিন জলপাইগুড়ি, কোচবিহার, মালদাতে ভালই থাকবে ঠান্ডার আমেজ।
 

  • 5/10


আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। মোটের উপর শীত শীত ভাব বজায় থাকবে গোটা রাজ্যেই। তবে এখনই পড়ছে না জাঁকিয়ে শীত।

  • 6/10

 আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
 

  • 7/10

 আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। শহরে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

Advertisement
  • 8/10

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি।

 

 

 

 
 

 

 

  • 9/10

হাওয়া অফিস বলছে, সরস্বতী পুজোর  সময় খানিক বাড়তে পারে ঠান্ডার আমেজ। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস এখনও দেওয়া হয়নি। 
 

  • 10/10

 বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। সে কারণে বাংলার তাপমাত্রা বিগত কয়েকদিন ধরে উর্ধ্বমুখী থাকছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

Advertisement