নিম্নচাপের ভ্রুকুটি এখনও কাটেনি। যার জেরে আজ ও কাল অর্থাৎ মঙ্গল ও বুধবার দফায় দফায় ভারী হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
তাদের তরফে জানানো হয়েছে, ১৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। আর বৃষ্টি থামতে পারে ১৫ তারিখ।
আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্গাচক, ডায়মন্ডহারবার, ক্যানিং, সল্টলেক, দমদম, আলিপুর, কাকদ্বীপ, বসিরহাট, জঙ্গিপুর, নলহাটি ইত্যাদি জায়গাগুলিতে ১৩ তারিখ অর্থাৎ আঝ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, ৫৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সাফ জানিয়েছে, রাজ্যের একাধিক পুরসভা এলাকায় জল জমতে পারে। এছাড়াও নীচু জায়গাগুলিও জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।