
RSS-এর ১০০ বছরের পূর্তি অনুষ্ঠান উপলক্ষে রবিবার কলকাতায় ভাষণ দিয়েছেন সংঘের প্রধান মোহন ভাগবত। নিজের বক্তব্যে একাধিক সামাজিক বার্তা দিয়েছেন RSS প্রধান। সেই আলোচনায় তিনি মুখ খুলেছেন লিভ ইন রিলেশন নিয়েও। বিষয়টি যে আদৌ তাঁর পছন্দ নয়, তাও বোঝাতে কসুর করেননি ভাগবত।

মঞ্চ থেকে এদিন তিনি বলেন, "লিভ ইনে থাকার অর্থ হল তুমি দায়িত্ব নিতে প্রস্তুত নও। এটা মোটেই ঠিক নয়। পরিবার, বিয়ে শুধুমাত্র শারীরিক তৃপ্তির কোনও বিষয় নয়। এটি সমাজের একটি অংশ। পরিবারে এমন একটি জায়গা যেখানে কোনও মানুষ আসলে শেখে, যে সমাজে কী ভাবে থাকতে হবে...তাই, এটা আমাদের দেশ, সমাজ এবং ধর্মীয় ঐতিহ্য রক্ষা করার বিষয়।"

তিনি বলেন, "তুমি যদি বিয়ে করতে না চাও, তবে ঠিক আছে। এটা হতেই পারে। সেক্ষেত্রে সন্ন্যাসী হতে পারো। কিন্তু তুমি যদি সেই রাস্তাতেও না হাঁটো, আবার পরিবারের দায়িত্বও না নাও, তাহলে চলবে কী করে?"

লিভ ইন রিলেশনসের পাশাপাশি জনসংখ্যা ও জন্মের হার নিয়ে রবিবার বার্তা দেন মোহন ভাগবত। তিনি বলেন, "একজন পরিবারে কটা বাচ্চা থাকবে, তা সেই পরিবার, স্বামী-স্ত্রী'র নিজস্ব বিষয়। এ বিষয়ে নির্দিষ্ট কোনও ফর্মুলা দেওয়া হয়নি।"

এরপরেই তিনি বলেন, "আমি বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে এ বিষয়ে কিছুটা জ্ঞান অর্জন করেছি। চিকিৎসকেরা বলেন, যদি বিয়ে অল্প বয়সে অর্থাৎ ১৯-২৫ বছর বয়সে হয় এবং তিনটি সন্তান হয়, তাহলে বাবা-মা এবং সন্তানদের স্বাস্থ্য ভালো থাকে। আবার মনোবিজ্ঞানীরাও বলছেন, তিনটি সন্তান থাকলে স্বামী-স্ত্রী অহংকার নিয়ন্ত্রণ করতে শেখে।"

জনসংখ্যা নিয়েও মুখ খুলেছেন RSS প্রধান। তিনি বলেন, "জনসংখ্যাবিদরা জানাচ্ছেন, জন্মহার যদি তিনের নিচে নেমে যায়, তাহলে বুঝতে হবে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। আর যদি এটা ২.১-এর নীচে নেমে যায়, তবে তা বিপজ্জনক।"

ভাগবত জানিয়েছেন, "বর্তমানে আমাদের জন্মহার ২.১। কিন্তু এর একমাত্র কারণ হল বিহার। বিহারের কারণেই আমরা ২.১ এ টিকে আছি। নইলে আমাদের জন্মহার আসলে ১.৯...অন্তত আমি যে তথ্য পেয়েছি, তাতে একথাই উঠে আসছে।"

RSS প্রধান জানান, "আমরা আমাদের জনসংখ্যাকে সঠিক ভাবে পরিচালনা করতে পারিনি। জনসংখ্যা একটা বোঝা, কিন্তু অন্যদিক থেকে ভাবলে এটা একটা সম্পদও। দেশের পরিবেশ, অবকাঠামো, সুযোগ-সুবিধা, নারীর অবস্থা, তাঁদের স্বাস্থ্য এবং দেশের চাহিদা বিবেচনা করে আমাদের আগামী ৫০ বছরের ভিত্তিতে একটি নীতি নেওয়া উচিত।"