scorecardresearch
 
Advertisement
কলকাতা

South Bengal Monsoon Delayed: আপাতত বর্ষা দূর-অস্ত দক্ষিণবঙ্গে, কবে আসবে? পূর্বাভাস হাওয়া অফিসের

monsoon update
  • 1/10

গত শুক্রবার উত্তরবঙ্গে চলে এসেছে বর্ষা। বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। সাধারণ দক্ষিণবঙ্গে পরের দিনই চলে আসে বর্ষা। এবার তা হয়নি। ৪ দিন কেটে গেলেও বর্ষার দেখা নেই। 

monsoon update
  • 2/10

গত শুক্রবার উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গ এখনও শুখা। তীব্র গরমে পুড়ছেন মানুষ। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।  
 

monsoon update
  • 3/10

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
monsoon update
  • 4/10

২৪ ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

monsoon update
  • 5/10

উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম থাকবে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও। দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসার কোনও সংকেত নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস।  

monsoon update
  • 6/10

মঙ্গলবার আবহাওয়া অফিসের অধিকর্তা জানালেন, বর্ষার কোনও অগ্রগতি হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী চার দিনের বর্ষা ঢোকার কোনও সম্ভাবনা নেই।

monsoon update
  • 7/10

অর্থাৎ বর্ষার জন্য আরও অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। ১০ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে না। 

Advertisement
Monsoon Update
  • 8/10

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ।  
 

Monsoon Update
  • 9/10

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Monsoon Update
  • 10/10

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে সামান্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। 

Advertisement