Weather Update: ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। পূর্বাভাস থাকলেও ঝড়বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ক্রমশই বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। প্রত্যেকটি জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারও রয়েছে ঝড়ের সতর্কবার্তা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আগামী ১০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু।
সকাল থেকেই দক্ষিণবঙ্গে রোদের দাপট। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ।