scorecardresearch
 
Advertisement
কলকাতা

'ওওও শুভেন্দু, বাঘছাল পরা বিড়াল', কটাক্ষ কুণালের

শুভেন্দুকে কটাক্ষ কুণালের
  • 1/8

প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করেছে CID। আর ঠিক তার আগে তাঁকে কটাক্ষ বাণে বিদ্ধ করলেন কুণাল ঘোষ। 

শুভেন্দুকে কটাক্ষ কুণালের
  • 2/8

এদিন টুইটবার্তায় কুণাল লিখেছেন, 'ওওও শুভেন্দু। পিছুটান নেই টাইপ নাটক অন্যত্র কোরো। CBI, ED-র ভয়ে TMC আর সরকারের সব ক্ষমতায় থাকার পর গ্রেপ্তারি এড়াতে যে দলবদল করে, তার আবার ডায়লগবাজি!বাঘছাল পরা বিড়াল।' 

শুভেন্দুকে কটাক্ষ কুণালের
  • 3/8

এখানেই না থেমে শুভেন্দুকে আক্রমণ করে কুণাল লিখেছেন, 'একজন সব চক্রান্ত জেনেও বুক চিতিয়ে দিল্লি গেল। EDতে যাবে। তাকে বাঘ বলে। কাল CID তে না গেলে বুঝব বিড়াল।' 

 

Advertisement
শুভেন্দুকে কটাক্ষ কুণালের
  • 4/8

প্রসঙ্গত, সোমবার কয়লাকাণ্ডে তৃণমূলের সবর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ED। তিনি হাজিরা দিতে এদিন বিকেলেই দিল্লি উড়ে গিয়েছেন। 

শুভেন্দুকে কটাক্ষ কুণালের
  • 5/8

আর দিল্লি উড়ে যাওয়ার আগে তিনি বলেন, 'আমি নভেম্বর মাসে যা বলেছিলাম, ৭ মাস অতিক্রান্ত হয়েছে, আমি আজও আমার অবস্থানে অনড়। আমি প্রকাশ্য জনসভায় থেকে বলেছিলাম, আমার বিরুদ্ধে যদি কোন কেন্দ্রীয় সংস্থা প্রমাণ দিতে পারে, তাহলে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানো দরকার নেই।' 

শুভেন্দুকে কটাক্ষ কুণালের
  • 6/8

তিনি আরও বলেন, 'এত বড় দুর্নীতির কথা বলছে, ১০ পয়সার যদি কোন লেনদেন প্রমাণ করতে পারে বা জনসমক্ষে আনতে পারে, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। আমাকে ফাঁসির মঞ্চ করে বলুন, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি।'

শুভেন্দুকে কটাক্ষ কুণালের
  • 7/8

অপরদিকে ২০১৮ সালে তৎকালীন তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেন শুভব্রতের স্ত্রী। সেই ঘটনারই তদন্ত শুরু করেছে  CID। সোমবার তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। 

Advertisement
শুভেন্দুকে কটাক্ষ কুণালের
  • 8/8

তবে শুভেন্দু অধিকারীও তমলুকের একটি কর্মসূচি থেকে জানান, 'আমার কোনও ভয় নেই। আমাকে প্রতিদিন ভয় দেখায়। কিন্তু আমার কিছু করতে পারবে না। কারণ আমার কোনও পিছু টান নেই। আমি অকৃতদার।' 

Advertisement