সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এদিনও শহর কলকাতার (Kolkata) আকাশ থাকবে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকর চেয়ে ২ ডিগ্রি বেশি।
এছাড়া রাজ্যের বিভিন্ন জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তারমধ্যে সকালেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হয়ে গিয়েছে কয়েক পশলা বৃষ্টি।
প্রসঙ্গত গতকাল গরমে রীতিমতো হাঁসফাঁস করেছেন শহর কলকাতার মানুষ। সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তিও।