করোনা পরিস্থিতির কারণে গত ২ বছর একুশে প্রকাশ্য সমাবেশ করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তাই এবছর ধর্মতলায় রেকর্ড ভিড় হবে বলে আশা করছে ঘাসফুল শিবির নেতৃত্ব।
প্রতিবারই একুশের মঞ্চে চমক দেয় রাজ্যের শাসকদল। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলে খবর। জানা গেছে, এবার অন্যবারের তুলনায় অনেক বড় মঞ্চ তৈরি করা হচ্ছে। পুলিশ সূত্রে খবরচ, মোট ৩ টি মঞ্চ থাকবে। সেখানে বসতে পারবেন প্রায় ৫০০ জন।
পুলিশ সূত্রে খবর, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঘাপটি মেরে বসেছিল একজন। তারপর থেকে আরও সতর্ক পুলিশ প্রশাসন।
সেজন্য একুশের মঞ্চে প্রবেশের জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই একটি আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে।
একুশের মঞ্চ ইতিমধ্যেই পরিদর্শন করেছেন নগরপাল-সহ কলকাতা পুলিশের আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, মঞ্চ তৈরির সময় থেকেই নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
মঞ্চ কীভাবে তৈরি হচ্ছে, সব কাজ ঠিক মতো হচ্ছে কি না সেই বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী-সহ আগত কর্মী-সমর্থকদের নিরাপত্তাতেও। বসানো হচ্ছে CCTV।
যে তৃণমূল সমর্থকরা মূল সভায় পৌঁছতে পারবেন না, তাঁদের সুবিধেন জন্য এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে ১৫টি জায়ান্ট স্ক্রিন বসানো হবে।
কর্মী-সমর্থকদের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় ২০ হাজার জন থাকতে পারবেন বলে দাবি শাসক শিবিরের।
পুলিশ টুইটবার্তায় ইতিমধ্যেই জানিয়েছে, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, ব্র্যাবোর্ন রোড, আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, বিবেকানন্দ রোডের একাংশে যান চলাচল বন্ধ থাকবে। যানবাহন চলবে ঘুরপথে। রাস্তা বন্ধ হবে এমন কোনও ঘোষণা করা হয়নি। তবে ওয়ান ওয়ে থাকবে।