Weather Update: মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টি, ফের রোদ। বিগত কয়েক দিন ধরেই এমনই রয়েছে বঙ্গের আবহাওয়া। মঙ্গল এবং বুধবার বাংলাতে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২১ তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতে।
তবে বাংলাতে এখনই ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। চলতি বর্ষার মরসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। কয়েক সপ্তাহ আগেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
বুধ এবং বৃহস্পতিবারও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত দূর, মাঝারি বৃষ্টি থেকেই বঞ্চিত থেকে গেছে এই বর্ষার মরসুমে। একপশলা হাল্কা বৃষ্টি আপাতত দেখছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।