scorecardresearch
 
Advertisement
কলকাতা

Tmc Rally On 21 July 2023: একুশের সভায় আস্ত 'চন্দ্রযান', ভিড়েও সর্বকালীন রেকর্ড? ছবিগুলি যা বলছে...

২১শে জুলাইয়ের ধর্মতলা।
  • 1/8

২১শে জুলাইয়ের ধর্মতলা। তৃণমূলের শহিদ দিবস। প্রচুর মানুষের ভিড়। একুশের মঞ্চের কিছু ছবি। 
 

নিজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়
  • 2/8

নিজের বাড়িতে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

২১ জুলাইয়ে বৃষ্টি
  • 3/8

এদিন সকাল থেকে বেশিরভাগ সময়েই আকাশ মেঘলা ছিল। তবে মাঝেমধ্যেই আবার চড়া রোদও উঠছিল। একটু বৃষ্টিও হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। ২১ জুলাইয়ের ছবিটা এরকমই থাকে প্রতি বছর, দাবি তৃণমূল সমর্থকদের।

Advertisement
উৎসাহ
  • 4/8

২১ জুলাইয়ের সভায় অংশ নেওয়ার জন্য কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 

ভিড়
  • 5/8

এই ভিড় তৃণমূলের কাছে প্রত্যাশিতই ছিল। কারণ কয়েকদিন আগেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ভালো ফর করেছে তৃণমূল। 

নতুন জব কার্ড
  • 6/8

মঞ্চ থেকে এদিন মমতা ঘোষণা করেন নতুন জব কার্ডের। যার নাম হবে 'খেলা হবে।' 

বিজেপিকে আক্রমণ
  • 7/8

মমতা আরও বলেন, ‘‘আমি চ্যালেঞ্জ নেওয়া লোক। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। ত্রিপুরায় রথযাত্রায় ২৬ জন মারা গেলেন। ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেলেন। নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে কত জন দুর্ঘটনায় মারা গেলেন। আমি কিন্তু কিছু বলিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু বাংলাতে কেউ মারা গেলেই রাজনীতি শুরু করছে বিজেপি।’’ 

Advertisement
সভায় চন্দ্রযান
  • 8/8

চন্দ্রযানের প্রতীকী বেলুনে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী-সহ একাধিক সরকারি প্রকল্পের নাম লিখে নিয়ে এসেছিলেন কিছু কর্মী।

Advertisement