আবহাওয়া নিয়ে বড় আপডেট। বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় ওড়িশার কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় পরিণত হতে পারে।
সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। ফলে বর্ষার বৃষ্টিও হতে পারে। ফলে সাধারণ মানুশের মনে আশঙ্কা টানা বৃষ্টি হবে না তো ?
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, যে দুটো সিস্টেম সক্রিয় তার প্রভাব সব থেকে বেশি পড়বে ওড়িশার দিকে।
ফলে ২১ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান।
এই জেলাগুলিতে আবার বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ জুলাই বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।
তবে কোন সময় বৃষ্টি হবে তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হবে তবে তা ঘণ্টা খানেকের জন্য।