আগামী ১-২ ঘণ্টার মধ্যে শহর কলকাতায় (Kolkata) হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বর্ষণে ভিজতে পারে একাধিক জেলাও।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হুগলির বিভিন্ন জায়গায়।
রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। সেক্ষেত্রে বৃষ্টির সময় মানুষজনকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শও দিচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন - বিয়ের আসরে Amazon-এ গোরের মালা অর্ডার বরের, VIRAL
প্রসঙ্গত, আগামী মঙ্গলবার থেকে রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছেন আহাওয়াবিদরা। সেই পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে (South Bengal) হতে পারে ভারী বৃষ্টি।
সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এক্ষেত্রে মৎস্যজীবীদেরও সমুদ্র যাত্রার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।