Weather Prediction: নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুলবৃষ্টির পূর্বাভাস। চলতি মরসুমে এই প্রথমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানে প্রবল বেগে হাওয়া বইতে পারে।
আগামী বুধবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে।
সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবল বেগে হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে।
তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবিবার রাত থেকে বেড়েছে বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি। সঙ্গে বেড়েছে গুমোট গরম। ফলে কিছুটা নাজেহাল শহরের মানুষ।