Weather Forecast: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে কয়েকদিন ধরে বৃষ্টিপাত চললেও, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
এবার দক্ষিণবঙ্গে সুখবর শোনাল হাওয়া অফিস। নববর্ষের পরেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন আসতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন আসবে না। শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গরমের দাপটে অস্বস্তি ক্রমেই বাড়ছে। বৃষ্টি না হওয়ায় নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই চড়া রোদের দাপট থাকছে।
বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসের উপর ভর করে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে। এছাড়াও উত্তর- পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর ফলেই তিন দিন পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। ফলে কিছুটা স্বস্তির বার্তা দক্ষিণবঙ্গে।