উত্তরবঙ্গে লাগাতার চলছে বৃষ্টি। অন্যদিকে গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। তাপমাত্রা বেড়েই চলেছে উত্তরোত্তর। তবে এত গরমের মধ্যে দক্ষিণবঙ্গবাসীর জন্য অবশেষে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস বলছে, শুক্রবার অর্থাৎ নববর্ষের দিন থেকেই বাংলার আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তার ফলে উত্তরের মত এবার দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে ঝাড়খন্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার জেরে উত্তরবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া-মুর্শিদাবাদ এবং রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ৩ দিন।
আবহাওয়া দফতর জানিয়েছে, যেহেতু উপকূল থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে সেই কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে ১-২ দু ডিগ্রি কম থাকবে।