scorecardresearch
 
Advertisement
কলকাতা

Durga Puja Carnival 2022 Weather Report : বিকেলে মেগা কার্নিভাল, বৃষ্টি মাটি করবে না তো? পূর্বাভাস

দুর্গা প্রতিমা
  • 1/7

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই দুর্গাপুজোর বিশেষ শোভাযাত্রা বা কার্নিভালে (Durga Puja Carnival 2022) মাতবে শহর কলকাতা (Kolkata)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 

প্রতীকী ছবি
  • 2/7

তবে বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ পুজোর আনন্দ বেশকিছুটা মাটি করে দিয়েছে বৃষ্টি। সেক্ষেত্রে কার্নিভালও কি ভাসবে বৃষ্টিতে?

প্রতীকী ছবি
  • 3/7

এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বলছে আজ শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। 

আরও পড়ুনবয়স বাড়লেও চোখে লাগবে না চশমা, পাতে রাখুন এই ৪ খাবার

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার আকাশ অংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে বৃষ্টি। তবে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

প্রতীকী ছবি
  • 5/7

এছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal) দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 

প্রতীকী ছবি
  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টি। 

প্রতীকী ছবি
  • 7/7

তারমধ্যে ওপরের দিকের জেলাগুলির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement