শক্তি হারিয়ে নিম্নচাপটি ক্রমশ মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। শুক্র ও শনিবারে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে ঘূর্ণাবর্ত। (ফাইল ছবি)
ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে দিয়ে ওড়িশা ও বাংলা উপকূলের দিকে আসবে রবি-সোমবার। মৌসুমী অক্ষরেখা বালাসোর দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গেছে।
আপাতত আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী 24 ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাকি জেলায় দফায় দফায় হালকা বৃষ্টি হতে। তবে সপ্তাহের শেষে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। আবারো দুর্যোগের আশঙ্কা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
সোম ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়।