কিছুটা হলেও অতি বৃষ্টির দুর্যোগ কাটল কলকাতা ও দুই ২৪ পরগনা থেকে। নিম্নচাপটি বর্তমানে সরে গিয়ে দেওঘরের কাছাকাছি অবস্থান করছে। ফলে রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপটি রাজ্য থেকে ৩০০ কিলোমিটার দূরে দেওঘরের কাছাকাছি অবস্থান করছে। ফলে কলকাতা ও দুই ২৪ পরগনায় বৃষ্টিপাতের আজ তেমন সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। একাধিক জায়গা এখনও জলমগ্ন। ফলে যানবাহন চলাচলে প্রবল সমস্যা তৈরি হয়েছে।
ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এবং বীরভূমে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে হলুদ সতর্কতা।
অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং অতিভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা থেকে এখনও জল নামেনি। কয়েকটি জায়গায় নৌকা করে যাতায়াত করতে হচ্ছে। সবথেকে খারাপ অবস্থা পাতিপুকুর আন্ডারপাসে।