scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS : নিম্নচাপের জেরে আজও ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জল জমে ভোগান্তি

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk nine
  • 1/12

নিম্নচাপের জেরে ভুগছে বাংলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভাসছে। সেই আশঙ্কা আজ, শুক্রবারও রয়েছে। তবে সব ক'টি জেলায় নয়। মূলত ৩টি জেলায় আজও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনই জানাচ্ছেন আবাহওয়াবিদরা।

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk ten
  • 2/12

কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, জেনে নেওয়া যাক। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সুস্পষ্ট নিম্নচাপ বাংলাদেশ এবং সংলগ্ন বাংলায় অবস্থান করছে।

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk eleven
  • 3/12

আর এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় সেই নিম্নচাপের অবস্থান একটু পশ্চিম দিকে যাবে, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Advertisement
Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk twelve
  • 4/12

বৃহস্পতিবার বৃষ্টি যে রেকর্ড করা হয়েছে, তা দুই মেদিনীপুরে সবচেয়ে বেশি। সেখানকার বহু জায়গায় সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk one
  • 5/12

খড়্গপুরে ২৬ সেমি, মেদিনীপুরে ২৩, দুর্গাচকে ২২ সেমি বৃষ্টি হয়েছে।

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk two
  • 6/12

৩০ জুলাই দক্ষিণবঙ্গের পূর্ব দিকে অংশ বৃষ্টি অনেকটাই কমবে। পুরুলিয়া এবং সংলগ্ন জেলায়। অন্য জায়গায় ভারী নয়।, তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk three
  • 7/12

এবার দেখে নেওয়া যাক, কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে। আবাহওয়াবিদরা জানাচ্ছেন, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk four
  • 8/12

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk five
  • 9/12

বুধবার রাত থেকে শুরু হয়েছিল বৃষ্টি। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে। কখনও প্রবল, কখন টিপটিপ করে। আর এ কারণে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়।

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk six
  • 10/12

এর ফলে প্রবল সমস্যা পড়েন মানুষ। গাড়ি চলাচলে নাজেহাল হতে হয় তাদের। যানবাহনের গতিবেগ ধীর গতির হয়ে যায়। জল জমে যাওয়ার ফলে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk seven
  • 11/12

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যেহেতু নিম্নচাপ রয়েছে। তার ফলে বঙ্গোপসাগরে আবহাওয়া প্রতিকূল থাকতে পারে।

Advertisement
Weather Update West Bengal and Kolkata IMD or Indian Meteorological Department predict heavy rain in Purulia Bankura and Paschim Medinipur abk eight
  • 12/12

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ আবাহওয়ার সামান্য উন্নতি হতে পারে।

Advertisement