scorecardresearch
 
Advertisement
কলকাতা

গভীর নিম্নচাপ! ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, কতদিন চলবে?

সোমবারের মতো ম
  • 1/7

সোমবারের মতো মঙ্গলবারও সকাল থেকেই চলছে মুষলধারে বৃষ্টি। একাধিক জায়গায় জল জমে বিপত্তি সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জেরে বিপাকে পড়েছেন পথচারীরা। 

দিনভর বৃষ্টির
  • 2/7

দিনভর বৃষ্টির জেরে একাধিক জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে। নিম্নচাপের জেরেই এই দুর্যোগ বলে জানা গিয়েছে।

অতি গভীর
  • 3/7

অতি গভীর নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে আগামী ৪৮ ঘণ্টায়। এই মুহূর্তে এটি উত্তর ছত্রিশগড়ে অবস্থান করছে,মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে।

Advertisement
এর জেরে
  • 4/7

এর জেরে অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে।
 

আজও মৎস্যজীবীদের
  • 5/7

আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরের লালগড়ের এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি তে ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

পশ্চিম মেদিনীপুরের
  • 6/7

পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা ১০০ মিলিমিটার বৃষ্টি এবং পূর্ব মেদিনীপুরের দীঘা ও পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে শরীরে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে উত্তরবঙ্গের বৃষ্টি।
 

আগামীকাল
  • 7/7

আগামীকাল মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিকেলে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে পারদ কিছুটা নেমেছে।

Advertisement