scorecardresearch
 
 
কলকাতা

জল যন্ত্রণার ছবি! নিউটাউনে ম্যানহোলে ২ ঘণ্টা আটকে রইলেন মহিলা

টানা বৃষ্টিতে
  • 1/5

টানা বৃষ্টিতে শহরতলির একাধিক এলাকা জলমগ্ন। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এবার নিউটাউন থেকে এলো জল যন্ত্রণার ছবি। 
 

এদিন নিউটাউনে
  • 2/5

এদিন নিউটাউনে সাপুরজি এলাকায় ম্যানহোলে আটকে যান এক মহিলা। প্রায় ২ ঘণ্টা সেখানে আটকে থাকেন তিনি। 

প্রথমে স্থানীয়
  • 3/5

প্রথমে স্থানীয় লোকেরা মহিলাকে উদ্ধারের কাজে হাত লাগান। কিন্তু তাঁরা কিছুতেই মহিলাকে ম্যানহোল থেকে টেনে আনতে পারেননি।
 

শেষে পুলিশে
  • 4/5

শেষে পুলিশে খবর দেওয়া হয়। পরে আসেন এনডিআরএফ এবং দমকল।

যৌথ প্রচেষ্টায়
  • 5/5

যৌথ প্রচেষ্টায় ওই মহিলাকে উদ্ধার সম্ভব হয়। স্থানীয় একটি হাসপাতালে মহিলাকে ভর্তি করা হয়।