Weather Prediction : নতুন করে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের খুব একটা আশা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পার্থক্য হবে না। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আর্দ্রতার পরিমাণ বাড়বে। ফলে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।
বেলা বাড়তেই থাকছে চড়া রোদের দাপট। ফলে প্রবল সমস্যা পড়েছেন পথচারীরা। সেই সঙ্গে রয়েছে গুমোট আবহাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে এখন কোনও ওয়েদার সিস্টেমই নেই। ফলে আপাতত ভ্যাপসা এই গরম থেকে রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের জন্য রয়েছে সুখবর। সেখানে বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস।
দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে আগামী কয়েকদিন।
আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই কয়েকদিন ধরে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে।