Bengal Weather Update Rain Forecast: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। বৃষ্টি ছাড়া উপায় নেই। তবে এখনই আশার কথা শোনাল না আবহাওয়া দফতর। বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে আরও কয়েকদিন। এমনই মনে করছে আলিপুর আবহাওয় দফতর। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে সে সম্ভাবনা আপাতত নেই। ফলে নিস্তার নেই দক্ষিণবঙ্গের মানুষের।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডিয়াতে হাইপ্রেশার জোন রয়েছে। কিন্তু বে অফ বেঙ্গল এ হাই প্রেসার জোন নেই। ফলে পরিস্থিতি খুব একটা অনুকূল নয়।
আরও পড়ুন: বাংলা-বাঙালির দুর্গাপুজো UNESCO-র হেরিটেজ তালিকায়, উচ্ছ্বাস
শুধু পূর্ব ভারত নয়, সারা দেশের সিস্টেম উল্টো হয়ে গিয়েছে। বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল এ হাই প্রেসার জোন হওয়ার কথা। সেন্ট্রাল ইন্ডিয়াতে সার্কুলেশন হলে বৃষ্টি হতে পারত। তবে এখন উল্টো।
এই সময় যে সিস্টেমগুলো তৈরি হয়, সেগুলো পুরো উল্টো হয়ে গেছে। ফলে গত দশ দিন যদি বলা যায় উত্তরবঙ্গ সিকিম ও নর্থইস্ট বাদ দিয়ে যদি বলা যায় কোথাও বৃষ্টি হয়নি।
আরও পড়ুন: মেটারনিটি লিভ কলেজ ছাত্রীদের জন্যও, সিদ্ধান্ত ইউজিসি-র
দক্ষিণ-পশ্চিম বায়ু সিকিম, উত্তরবঙ্গে যাচ্ছে। তাই সেখানে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের মতো জেলায় বৃষ্টি হচ্ছে।
দক্ষিণী বাতাস, দক্ষিণ-পশ্চিম বায়ু লাগে বৃষ্টি হওয়ার জন্য। তা কিন্তু মিসিং। সবই পাহাড়ের দিকে যাচ্ছে। ফলে মেঘলা আকাশ থাকবে। উপকূলের জেলাতে তাপমাত্রা কমেছে।
আর দক্ষিণবঙ্গে বৃষ্টি পাতের জন্য দক্ষিণ দিক থেকে যে বাতাস আসে, সেটা আসছে না। উপকূলের জেলাগুলোতে তাপমাত্রা একটু কম থাকবে। কলকাতার মেঘলা আকাশ। ফলে তাপমাত্রা কমেছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা মেঘলা আকাশ থাকবে। ফলে এই জেলা গুলোতে তাপমাত্রা কমেছে।
কিন্তু পশ্চিমের জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার এখন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। এই পরিস্থিতি খুব একটা চেঞ্জ হবে, মনে হচ্ছে না।
আরও পড়ুন: পোকায় খেল ২ কোটি বই, মাথায় হাত পাঠাগার দফতরের, ব্যথিত বইপ্রেমীরা