scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Update: আজও ঝড়-বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে! মিলবে বৈশাখী গরম থেকে স্বস্তি

weather update kolkata  আবহাওয়ার খবর
  • 1/8

বিগত কয়েকদিন ধরেই কলকাতা ও রাজ্যের জেলায় জেলায় চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। যার জেরে বেশ কয়েক ডিগ্রি কমে যায় তাপমাত্রা, যা কিছুটা স্বস্তি দিয়েছে  দক্ষিণবঙ্গবাসীকে।  

weather update kolkata  আবহাওয়ার খবর
  • 2/8

শুক্রবারও আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে মাঝারি বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

weather update kolkata  আবহাওয়ার খবর
  • 3/8

এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ২৫ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই থাকবে। 

Advertisement
weather update kolkata  আবহাওয়ার খবর
  • 4/8

সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 
 

weather update kolkata  আবহাওয়ার খবর
  • 5/8

বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপা হয়েছে ০০০.৫ মিমিমিটার। 

weather update kolkata  আবহাওয়ার খবর
  • 6/8

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বৃহস্পতিবার এবং শুক্রবার সারা রাজ্যজুরেই হতে পারে ঝড়বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, ৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ খানিকটা কমলেও ৯ তারিখ থেকে ফের তা শুরু হতে পারে। যার জেরে ৩৫ ডিগ্রির সেলসিয়াসের নিচেই থাকতে পারে শহর কলকাতার তাপমাত্রা।

weather update kolkata  আবহাওয়ার খবর
  • 7/8

মূলত পশ্চিমবঙ্গে ওপর থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর ফলেই এই বৃষ্টি বলে, জানাচ্ছে হাওয়া অফিস। 

Advertisement
weather update kolkata  আবহাওয়ার খবর
  • 8/8

বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি দিনের  সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। 
 

Advertisement