scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Report Bengal : উত্তরবঙ্গে চলছেই, দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি; কবে থেকে?

প্রতীকী ছবি
  • 1/7

শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে চলছে ঝড়বৃষ্টি। কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও।

প্রতীকী ছবি
  • 2/7

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, গতকাল রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত যে  অক্ষরেখাটিয়ে ছিল সেটি দুর্বল হয়ে গিয়েছে। আবার নতুন করে আর একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যার অবস্থান নেপাল থেকে বিহার পর্যন্ত। 

প্রতীকী ছবি
  • 3/7

দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়বৃষ্টি অনেকটাই কমেছে। বৃহস্পতি, শুক্র ও শনিবার খুব হালকা পরিমান ঝড়বৃষ্টি থাকবে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

তবে রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমান বাড়তে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 

প্রতীকী ছবি
  • 5/7

এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমানে উত্থান-পতন থাকলেও উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি যেমন চলছে, তেমনই চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

প্রতীকী ছবি
  • 6/7

তবে এই ঝড়বৃষ্টির জেরে বিগত কয়েক দিনে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। 

প্রতীকী ছবি
  • 7/7

আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। 

Advertisement