ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে চলেছে রোজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। বুধবারের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস।
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জন্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যের বাতাসে ৷ তার ফলেই চৈত্র মালে এই ঝড়-বৃষ্টি।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এদিনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা-উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায়। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আজ পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ও দক্ষিণবঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই উত্তরবঙ্গের একাধিক এলাকাতেও ঝড়-বৃষ্টি ইতিমধ্যেই হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এদিনও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া আস্তে আস্তে উন্নতি হবে। ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তেও থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম।