Weather Report: ভ্যাপসা গরমে ক্রমশ অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে। ২-৩দিন ধরে বৃষ্টির দেখা নেই। বেলা বাড়তেই থাকছে চড়া রোদের দাপট।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আগামী কয়েকদিন রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
আগামী ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই রয়েছে ঝড় এবং বৃষ্টির আভাস। জারি হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী ১৮ তারিখ পর্যন্ত দফায় দফায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত।
উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছে। অন্যদিকে ভ্যাপসা গরমে ক্রমশ নাজেহাল অবস্থা হচ্ছে দক্ষিণবঙ্গে।
আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গে পাকাপাকি ভাবে প্রবেশ করবে বর্ষা। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলতে থাকবে।