ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ। বেড়েই চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এখন সবার কাছেই বড় প্রশ্ন, দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে?
উত্তরবঙ্গে আগেই প্রবেশ করেছে বর্ষা। এদিন আরেকটু এগিয়ে তা দক্ষিণ দিনাজপুর পর্যন্ত চলে এসেছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জন্য আশার খবর শোনাল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আর কয়েকদিনের মধ্যেই ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৬ জুনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার আগেই প্রবেশ করেছে বর্ষা। এবার বর্ষা ঢুকে গিয়েছে দুই দিনাজপুরেও। বালুরঘাট পর্যন্ত আজ বর্ষা প্রবেশ করেছে। উত্তরে শুধুমাত্র মালদায় এখনও মৌসুমী বায়ু প্রবেশ করেনি। এর ফলে আগামী পাঁচদিন ভারী বৃষ্টি সতর্কতা থাকছে উত্তরবঙ্গে ।
উত্তর পূর্ব ভারতে বৃষ্টির প্রভাব বেশি দেখা যাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা আসেনি। আগামী ১৬ তারিখ বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে দুর্বল হয়ে ঢুকবে।
তবে বর্ষা না এলেও আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবারও সন্ধের দিকে কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী দুদিন তেমন কোনও পরিবর্তন নেই তাপমাত্রায়। দুদিনের পর তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।