scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Update: অস্বস্তিকর গরম! কালবৈশাখী কবে? হাওয়া অফিসের পূর্বাভাস

weather update kolkata today আবহাওয়ার খবর
  • 1/7

বৈশাখের গরমে নাজেহাল বঙ্গবাসী। ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদও। তবে কিছুটা স্বস্তি মিলতে পারে এই গরম থেকে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

weather update kolkata today আবহাওয়ার খবর
  • 2/7

যদিও আগামী ৭২ ঘন্টা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই, বাড়বে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি। সোমবার কলকাতায় দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ছিল। 
 

weather update kolkata today আবহাওয়ার খবর
  • 3/7

তবে আগামী ২২ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা যথাক্রমে দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪-৪৮ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
weather update kolkata today আবহাওয়ার খবর
  • 4/7

মঙ্গলবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

weather update kolkata today আবহাওয়ার খবর
  • 5/7

এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৬  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩  ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

weather update kolkata today আবহাওয়ার খবর
  • 6/7

বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে সর্বোচ্চ  ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ২০ শতাংশ। 

weather update kolkata today আবহাওয়ার খবর
  • 7/7

আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। আশা করা হচ্ছে তার আগেই গরমের হাঁসফাসানি থেকে সাময়িক মুক্তি মিলবে সকলের। 

Advertisement