Weather Update: দীর্ঘ অপেক্ষার দিন শেষ অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে এবার নির্ধারিত সময়ের বেশ কিছু পরেই দক্ষিণবঙ্গে পা রেখেছে মৌসুমি বায়ু।
বর্ষা আসার পরেই বদলেছে বঙ্গের আবহাওয়া। ভ্যাপসা গরমের রেশ এখন অনেকটাই কমেছে। সন্ধ্যার পরে নামছে বৃষ্টি।
গুমোট গরম এখন অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে। সকালের দিকে মেঘলা আকাশ থাকছে। তবে বেলা বাড়তেই রোদের দাপট কিছুটা রয়েছে।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নামায় কিছুটা হলে স্বস্তি ফিরেছে। কারণ, শেষ ৩-৪ দিন গুমোট গরমে নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ।
দক্ষিণে এখন বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে। বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে উত্তরবঙ্গে।