scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bengal Monsoon Rain Forecast: দক্ষিণবঙ্গের ১০ জেলায় বর্ষা, এই দিন থেকে ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

South Bengal Monsoon Rain Forecast
  • 1/10

অপেক্ষার অবসান। শেষপর্যন্ত দক্ষিণবঙ্গে পৌঁছল বর্ষা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশেই বর্ষা চলে এসেছে বলে জানাল হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ১১ জুন সাধারণত ঢোকে বর্ষা। এ বছর অনেকটা বিলম্ব হল। গত ১০ বছরে বর্ষার গতিপ্রকৃতি দেখলে এটা স্বাভাবিক বলে মত আবহাওয়া অফিসের। 

South Bengal Monsoon Rain Forecast
  • 2/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং দুই বর্ধমান ও বর্ধমানের একাংশে ঢুকেছে বর্ষা। 

South Bengal Monsoon Rain Forecast
  • 3/10

দুই বর্ধমানের ও বীরভূমের একাংশ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও বর্ষা যায়নি। অনুকূল পরিস্থিতি থাকায় ২ থেকে ৩ দিনের মধ্যে বাকি এলাকায় ঢুকে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
 

Advertisement
South Bengal Monsoon Rain Forecast
  • 4/10

আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত মাঝারি ও হালকা বৃষ্টিই চলবে। 

South Bengal Monsoon Rain Forecast
  • 5/10

হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কাল ও পরশু মুর্শিদাবাদ ও বীরভূম ভারী বৃষ্টির সম্ভাবনা। 
 

South Bengal Monsoon Rain Forecast
  • 6/10

শুক্রবার থেকে কলকাতার আকাশ মেঘলা। এ দিনও তার ব্যত্যয় হয়নি। বৃষ্টিও হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। 

South Bengal Monsoon Rain Forecast
  • 7/10

আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টিই হবে। ২০ জুন অর্থাৎ সোমবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

Advertisement
South Bengal Monsoon Rain Forecast
  • 8/10

গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে উত্তরের জেলাগুলি। বাড়ছে নদীর জলস্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

South Bengal Monsoon Rain Forecast
  • 9/10

কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

South Bengal Monsoon Rain Forecast
  • 10/10

বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা এমনটাই থাকবে আগামী ক'দিন। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। 

Advertisement