Weather Update: গত রবিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় পরিবর্তন এসেছে। কলকাতা -সহ দক্ষিণবঙ্গে হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তবে তা বেশিদিন থাকবে না। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে উত্তরবঙ্গে গোটা সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২৯ তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাত হবে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
২৯ তারিখ এই জেলাগুলি সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গল এবং বুধবার হাল্কা বৃষ্টিপাত হবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে।