Weather Update: বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণবঙ্গেরও বেশিরভাগ জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে তারপরও শান্তি নেই। কয়েকদিনের মধ্যে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ,উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া থেকে বর্ষা বিদায় নেবে। আন্দামান সাগরের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, সেটা আগামীকাল, বুধবার নিম্নচাপে পরিণত হবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ, মঙ্গলবার থেকে ১৫ অক্টোবর তারিখ পর্যন্ত বৃষ্টি নেই। শুধু মাত্র ১৫ তারিখ নীচের দুটি জেলা মালদা ও দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কোন বৃষ্টি হবে না।
১৬ তারিখ দশমী থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে কারণ। এই ১৬ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম হাওয়ার হাত ধরে জলীয় বাষ্প প্রভাব বাড়বে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বেড়ে যাবে এবং আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাকবে পুজোর কটা দিন।
দুর্গাপুজোয় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই পুজোর সময় বৃষ্টি হবে কি হবে না, এটাই রাজ্যবাসীর কাছে সবথেকে বড় প্রশ্ন।
কারণ বৃষ্টি হলে আনন্দ মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই তাকিয়ে আকাশের দিকে। আর মানুষের আশা পূরণ হল না।
এর আগে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, ৬ অক্টোবর বর্ষা বিদায় শুরু দেশে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে। বাংলায় বর্ষা-বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ বছর তা কিছুটা পিছবে বলেই আশঙ্কা। আর তা যেন সত্যি হতে বসেছে। ফলে উৎসবের মুখে আশঙ্কা ঘিরে ধরেছে বাঙালিকে।
পুজোর সময় বৃষ্টি হয়েছেও। আর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অষ্টমীতে ফের বৃষ্টি হবে। নবমীতে তা বাড়তে পারে বলে জানাচ্ছেন আবাহওয়াবিদরা।