ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দুর্যোগ সবথেকে বেশি। ভারী বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা ও পশ্চিম মেদিনীপুরে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা। যারা সমুদ্রে আছেন তাদের সন্ধ্যের মধ্যে ফিরতে নির্দেশ।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ওপরের দিকের জেলাগুলিতে।
অন্য নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ক্রমশ দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলে পৌঁছবে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। সমুদ্রে রয়েছেন যারা তাদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই দুই দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস।
রবি ও সোমবার দুর্যোগের আবহাওয়ার আশঙ্কা। ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলের ৪ জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।