মাঝ অক্টোবরেও বর্ষা বিদায়ের লক্ষণ নেই। অসহ্য গরম আর নাহলে বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। কেটেছে দুর্গাপুজোও। তবুও বৃষ্টির ভ্রূকুটি কাটেনি। আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
আজ থেকেই শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। ঝড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি আছে।
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দুর্যোগ সবথেকে বেশি হবে জানা গেছে। আবার বানভাসি হতে চলেছে এই দুই জেলা। ভারী বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া বইবে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। যাঁরা সমুদ্রে আছেন তাঁদের সন্ধ্যের মধ্যে ফিরতে নির্দেশ।
উত্তরবঙ্গে ও আজ হালকা বৃষ্টি শুরু শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ওপরের দিকের জেলাগুলিতে। রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।